Polly po-cket

Home Patnar Site About me

Sentence (বাক্য)

পার্ট -১

এই পর্বটি আমার চলমান থাকবে। সেই সাথে “”ইংরেজি বানানের কৌশল-সত্যজিৎ চক্রবর্ত্তী “” নাম ও শিরোনামে আমার বাকি ধারাবাহিক পর্বগুলো ও চলতে থাকবে। যারা প্রিলি প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু ইংরেজির ভয় কাটাতে পারছেন না, তারা আমার এই পর্বগুলোতে চোখ রাখতে পারেন। এসব পর্বে মূলত পরীক্ষায় বেশি বেশি যে গ্রামারগুলো আসে,কিন্তু আপনি শতশত গ্রামারের নিয়ম জানার পর ও ভুল করেন, সেসব গ্রামাটিক্যাল টার্মগুলোকে অপারেশন করে সহজ ভাষায় আপনাকে উপহার দিব। সে সাথে অন্যান্য ধারাবাহিকগুলো ও চলমান থাকবে। লিখিত প্রার্থীদের যদি কারো গ্রামাটিক্যাল ভীতি থাকে তবে তারাও এই পর্বগুলোতে চোখ রাখতে পারেন।

বিসিএস, জুডিশিয়ারি, সরকারি নিয়োগ পরীক্ষা,বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাংক ও চাকরি নিয়োগের পরীক্ষায় আজকের আলোচনা থেকে বিগত বছরগুলোতে প্রচুর প্রশ্ন এসেছে। কিন্তু “”কনফিউশন “” থাকার কারণে যেভুল গুলো পূর্বে করেছেন, আজ আসুন তার সহজ সমাধানে যায়।

=>কৌশল১ঃ Every বা Each বাক্যের subject এর স্থানে থাকলে তারা and দ্বারা যুক্ত হলেও verb সবসময় single হবে। কেন এমনটি হয়? Every বা Each দেখে মনে হয় এটি দ্বারা সবাইকে বুঝাচ্ছে কারণ এর বাংলা “”প্রত্যেকে “”। আর প্রত্যেকে মানেই তো সবাইকে। সুতরাং এটি কেন plural হবে না এটাই হয়তো আপনার প্রশ্ন? আসুন ক্লাস টু এর গণিতে ফিরে যায়।

*৫০টি আম ৫জন শিক্ষার্থীর মাঝে ভাগ করে দেয়া হল, প্রত্যকে(each/­every) কয়টি করে আম পেল?

আপনি কিভাবে শুরু করবেন অংকটি? নিচে দেখুন-

৫জনে পায় ৫০টি আম

১ জনে পায় (৫০ভাগ ৫) টি আম। = ১০টি।

এখানে আপনাকে বলা হল প্রত্যেকে (each/every) কয়টি করে আম পেল। আর আপনিও হিসেব করে বের করলেন ১ জনে কয়টি আম পেল। তার মানে কী দাঁড়াল? প্রত্যেকে মানে ১জন ১জন করে অর্থাৎ single single মানে singular.

অতএব, each/everyবাক্যের subject এর স্থানে থাকলে তারা and দ্বারা যুক্ত হলেও verb সবসময় singular হবে।

যেমনঃ every boy and girl “”was”” present. এখানে every boy and girl বলাতে এটিকে plural মনে হচ্ছে কিন্তু আগেই বলেছি each/every দেখলে সেটিকে অবশ্যই নিজের “”একার “” সম্পত্তি ভেবে একক (singular) verb খুঁজবেন।

তাই উপরের বাক্যে was এর পরিবর্তে were হবে বলে মনে হলে ও তা হয়নি। একইভাবে আরো উদাহরন দেয়া যায় every man and woman “”has “” done it.৩৩ তম বিসিএস -এ এসেছিলঃ Each of the sons followed _____ father’s trade. a) their b) her c) whose d) his যেহেেতু each আছে সুতরাং অপশন দেখে উপরের নিয়ম অনুযায়ী ২টা পারফেক্ট অপশন পেলেন his/her. যেহেতু বলা হল পুত্রের কথা সুতরাং এখানে her না হয়ে his হবে। মনে রাখবে যারা গলায় হার পড়ে (মানে মেয়েরা) শুধু তাদের ক্ষেত্রেই her হয়।

=>কৌশল ২ঃ neither.. nor বা either… or বাক্যে থাকলে তা অবশ্যই singular হবে। ২৯ তম বিসিএস একটি প্রশ্ন এসেছিল -Neither Rini nor Simi ____qualified for the job. a) are b) is c) were d) had

আসুন সহজ ব্যাখ্যায় যায়। Neither Rini nor Simi মানে রিনি ওনয় সিমি ও নয়.. যেহেতু কেউই নয় তাহলে কি এটি plural হবে? যেখানে ১জন হলে আমরাবলিplural বলতে পারিনা, সেখানে রিমি বা সিমি কেউই যদি না হয় তাহলে কোন দুঃখে সেটিকে আমরা plural বলতে যাব? অতএব উপরের অপশনগুলোর মাঝে “”is “” হবে পারফেক্ট উত্তর। এবার আসুন Exim Bank এর একটা প্রশ্নের সমাধান করিঃ

*Which one is correct?

a) Neither of these bus goes past the historical monument.

b) Neither of these buses go past the historical monument.

c) Neither of these buses goes past the historical monument.

d) Neither of these bus doesn’t go past the historical monument.

সহজ ব্যাখ্যাঃ a নং অপশনে আছে……. these bus…. কিন্তু আমরা জানি, these মানে এইগুলো। সুতরাং these এর পরে buses হবে। অতএব এটি ভুল। b নং অপশনে আছে neither…go…. কিন্তু neither মানেই কোনটিই না অর্থাৎ singular, সুতরাং এটি হওয়া উচিৎ neither…goes. .. সুতরাং এটি ও ভুল। d) অপশনে doesn’t থাকায় এটি ও ভুল। c) অপশনটি উপরের নিয়ম অনুযায়ী ঠিক আছে।

পার্ট -২

কৌশল-৪ঃ গ্রামার বেশি বুঝার দরকার নাই। কিছু কিছু বাক্য থাকে যেগুলোর শুধু subject চিনলেই ৯০% কাজ হয়ে যায়। কিন্তু গ্রামারের নিয়ম মেনে subject চিনতে আপনি ভুল করার সম্ভাবনা বেশি থাকবেন। তাই আসুন বুঝে শুনে subject বের করি। নিচের প্রশ্নটা পড়ুন-

The professor voted teacher of the year by students were traveling in Europe when she received notice of her promotion. which is not correct in this sentence –

a) were traveling. b) when c) received d) her

একটু ভালভাবে নজর দিন বাক্যটিতে। যদি ভুল না করি তাহলে হয়তো আপনার মনে হচ্ছে students হল were এর subject. কিন্তু আসলে were এর subjectহল professor. বাকি অংশ দ্বারা বলা হচ্ছে যে, ঐ professor যিনি ছাত্রদের দ্বারা teacher of the year নির্বাচিত হয়েছেন,তিনি ইউরোপ ভ্রমন করেছিলেন। যেহেতু subject হল professor, মানে একজন, সুতরাং এর verb were না হয়ে was হবে। অর্থাৎ প্রদত্ত অপশনের উত্তর a. মানে were traveling ভুল।

বাক্যটি আরেকটু ব্যাখ্যা করে দিই। বাক্যটির সারাংশ হল The professor was traveling. কোন professor? “”who was voted teacher of the year. (যিনি বছরের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন)। তাহলে বাক্যটি দাঁড়ায় The professor….. was traveling….

একই নিয়মে নিচের প্রশ্নটি পড়ুন-

The production of different kinds of artificial materials are essential to the conservation of our natural resources. which is incorrect –

a) kinds. b). are. c) of. d) natural

এধরনের বড় বাক্য দিলে subject চেনা কষ্ট হয়ে যায়। আগেই বলেছি sub চিনতে পারলে এধরনের প্রশ্নে ৯০% কাজ শেষ। এখানে verb কোনটা? verb are. ও মনে হচ্ছে materials verb কারণ এটি are এর আগে আছে। কারণ সারাজীবন পড়ে আসছেন they are students. are এর আগে যা আছে তাই sub. কিন্তু of,in,with ইত্যাদির সাথে যাই থাকুক না কেন,তা sub হয়না। বাক্যটির বাংলা করলে হয় বিভিন্ন প্রকার কৃত্রিম দ্রব্যের উৎপাদন (production) হল আমাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষনের জন্য প্রয়োজন। সুতরাং এত কথা কাকে নিয়ে বলা হচ্ছে? production কে ঘিরেই। সুতরাং sub – production. কারণ বাক্যে যাকে ঘিরে কথাবার্তা বলা হয় সেই তো sub. sub production যেহেতু singular সুতরাং verb singular হবে। অর্থাৎ অপশনের উত্তর হবে b) are. অর্থাৎ are ভুল।

কৌশল -৫ঃ বাক্যে মাঝে মাঝে কিছু মিডলম্যান থাকে। আপনি বাক্যেverb জনিত প্রশ্ন আসলে ঐসব মিডলম্যান কে বাদ দিয়ে হিসেব করবেন। নিচের প্রশ্নটা খেয়াল করুন- *His dog, along with his cat and goldfish,prevent him from taking long trips. এই বাক্যে ভুল কোনটি?

a) His b)his cat and. c) prevent. d) taking

পরীক্ষায় যখন প্রশ্নটা আসল তখন অনেকেই মাথা চুলকাতে লাগল, ভুলটা আসলে কোথায়? বাক্যটিতে subject হল dog, এখানে along with his cat and dog হল মিডলম্যান। আপনি একে বাদ দিয়ে বাক্যটি চিন্তা করুন তো। His dog prevent him from taking long trips. এবার ভুল খুঁজুন। His dog হল third person singular number, সুতরাং verb এর সাথে s/es হবে। অর্থাৎ বাক্যটির শুদ্ধ রুপ হবে His dog “”prevents “”him from taking long trips মানে ভুলটি c তে। কিভাবে চিনবেন কোনগুলো মিডলম্যান?

together with, as well as, with,for, both, along with, accompanied by ইত্যাদি শব্দগুলো হ মিডলম্যান। বাক্যে যখনই এই শব্দগুলো দেখবেন তখনই ঐ শব্দগুলো হাত দিয়ে ঢেকে রেখে বাক্যটির ভুল খুঁজবেন তাহলে বাক্যটি এমনিতেই সহজ হয়ে যাবে। সরকারি নিয়োগ পরীক্ষার নিচের প্রশ্নটা দেখুন – They as well as he ____wrong.

a) is. b) be. c) will. d) are

এখানে as well as হল মিডলম্যান, তার সাথে he ও যুক্ত আছে সুতরাং as well as he পুরোটাই মিডলম্যান। তাহলে হাত দিয়ে মিডলম্যানকে ঢেকে দিলে বাক্যটি হয় they____ wrong. এবার আপনিই বলুন উত্তর কি? they এর সাথে কি বসবে? are. সুতরাং উত্তর d।

একইভাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের পরীক্ষায় এসেছিল the teachet with his three students ___left the school. a) have. b).has. c) were. d). will

বাক্যটি দেখেই মনে হচ্ছে have হবে। কারণ শিক্ষক ও তিন জন ছাত্র। কিন্তু আগেই বলেছি মিডলম্যান বাদ দিতে হবে। এখানে with হল মিডলম্যান, সুতরাং আপনাকে এর আগের শব্দটিতে মনোযোগী হতে হবে। মিডলম্যান বাদ দিলে বাক্যটি হয় the teacher ___left the school. এইবার উত্তর বের করা সহজ হয়ে গেল। টিচার ১জন সুতরাং উত্তর হবে c, has.”

পার্ট -৩

=> কৌশল ৬ঃ ইংরেজিতে relative pronoun বলে একটা শব্দ আছে। ইংরেজির এত টার্ম মনে রাখা কি সম্ভব? তাই আমরা সবকিছুতেই কৌশলী হব। বিগত বছরের সরকারি নিয়োগ পরীক্ষার একটি প্রশ্ন খেয়াল করুন-

It is I who _____responsible for the fault.

a) is. b) are. c) am. d) did.

প্রশ্নটি পড়েই আপনি কনফিউসড হয়ে গেলেন এখানে is হবে নাকি are হবে এটা নিয়ে। এই নিয়ম থেকে বিগত বছরগুলোতে অনেক প্রশ্ন এসেছে। অতএব একটু মনযোগ দিন। আপনি যে ২টা নিয়ে কনফিউসড, তার একটি ও উত্তর নয়। আবার আপনি যেটা হবে না বলে নিশ্চিত হয়ে বসে আছেন (অর্থাৎ am) সেটাই উত্তর। কারণ ছোটবেলা থেকে কখনো Who am….. এই ধরনের বাক্য পড়েননি। আপনি পড়ে এসেছেন who is/are….. আর নিয়োগ পরীক্ষার প্রশ্নকর্তারা সে সুযোগটিই কাজে লাগায়।

আসুন সহজ ব্যাখ্যায় সহজ সমাধান খুঁজি। who, whom,whose,which,wha­t এগ্যলো হল relative pronoun. relative মানে আত্মীয়। আপনি ঘরের কাজ কখনো আত্মীয়স্বজনকে দিয়ে করাবেন না। বরং তারা কাজ করতে গেলেই আপনি বাধা দিয়ে,নিজের কাজটি করবেন। এতে আত্মীয়রা আপনার অতিথিপরায়ণতা দেখে খুশি হবেন। মূল কথায় আসি এবার। বাক্যটি আবার পড়ুন It is I who _____responsible for the fault.

আপনি who দেখেই মুলত তার সাথে is/are লাগানোর চেষ্টা করছেন। অর্থাৎ who কে কাজে লাগাচ্ছেন। কিন্তু who তো আপনার আত্মীয় (relative pronoun), তাকে দিয়ে আপনি কাজ করাতে পারেন না। অতএব who কাজ করতে গেলেই তাকে বাধা দিন, মানে প্রশ্নের এ ধরনের who থাকলে তাকে হাত দিয়ে চেপে ধরুন, তারপর দেখুন who এর আগের শব্দটি কি? I হল who এর আগের শব্দ।

এবার ভাবুন I এর সাথে কী হয়? অপশনে আছে am, সুতরাং I am responsible for the fault. বাক্যটি শুদ্ধু। এভাবেই আত্মীয়দের কাজ করতে না দিয়ে অতিথিপরায়ণ হোন, আর পরীক্ষায় বেশি বেশি মার্কস আনুন।

এবার এই নিয়ম থেকে আসা বিগত বছরের সব প্রশ্ন জব সলিউশন থেকে হাসতে হাসতে সমাধান করুন।

=> কৌশল ৭ঃ person নিয়ে আমরা ইংরেজি প্রশ্নে প্রায়ই ভুল করি। বিগত বছরের একটি প্রশ্ন খেয়াল করুন-

which sentence is correct-

a) I, you and he is present.

b). I, you and he are present.

c) You, he and I are present.

d) He, you and I are present.

বাক্য ৪টি ভালভাবে খেয়াল করুন। এই ধরনের প্রশ্ন প্রায়ই আসে,আর প্রায়ই আমরা ভুল করি। person অনুসারে sub বসানোর সাধারণ নিয়ম হল 2nd person, তারপর 3rd person, এরপর 1st person. মনে রাখুন এভাবে (231-2means 2nd person, 3 means 3rd person, 1 means 1st person.)

তাহলে এই নিয়মে উপরের ৪টি বাক্যের মধ্যে c তে উত্তর আছে।

তবে যদি দোষ স্বীকার করা হয় সেক্ষেত্রে সিরিয়াল হবে (132) অর্থাৎ প্রথমে 1st person, তারপর 3rd person,এরপর 2nd person. দোষ স্বীকার আগে নিজে করাই ভাল মানুষের লক্ষন। আর আপনিও ভাল মানুষ তাই দোষ স্বীকার করতে 1st person মানে নিজেকে আগে ব্যবহার করবেন। যেমন ঃ

I, sumon and you are guilty.

পার্ট -৪

কৌশল -৮(ক)ঃ পরীক্ষায় conditional sentence নিয়ে কিছু প্রশ্ন থাকে। ব্যাখ্যায় যাওয়ার আগে এই টপিক থেকে আসা বিগত বছরের একটি প্রশ্ন খেয়াল করুন।

১৮তম বিসিএসঃ If a Ruby is heated, it_____ temporarily loose its colour.

a) would. b) will. c) does. d) has

এই ধরনের প্রশ্ন দেখলে অর্থাৎ শুরুতে “”if “” দেয়া conditional sentence দেখলে খেয়াল করবেন if এর পরে যদি verb টি present form হয়, তবে কমা (,) এর পরের অংশ অবশ্যই future indefinite tense হবে। আরো সহজ করে দিচ্ছি, if দিয়ে কোন বাক্য শুরু হলে আপনি অপশনে “”will/shall “” খুঁজবেন। এবার উপরের প্রশ্নটি আবার পড়ুন-

If a Ruby is heated, it_____ temporarily loose its colour. এখানে বাক্যটি if দিয়ে শুরু হল, এবং কমার আগের অংশে “”is “” আছে, তার মানে verb টি present form। তাহলে অপশনে এবার “”will/shall “” আছে কি না দেখুন। হ্যা, অপশন b) তে will আছে। সুতরাং উত্তর b)will.

জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক পদের একটি প্রশ্ন আমার উপরের সুত্র দিয়ে সমাধান করুন।

If the price is low, demand _____

a) is increased b) will be increased

c) would be increased d) will increase.

এবার দেখুন বাক্যটির শুরুতেই if দেয়া আছে, এবং কমার আগে verb আছে “”is “”তার মানে present form, এবার অপশনে will খুঁজুন। b এবং d তে will আছে। কিন্তু b তে আছে will be, তা হবে না। কারণ আমি বলেছি শুধু will/shall এর কথা। তাহলে অপশন d ই সঠিক।

কৌশল ৮ (খ)ঃ “”If “” sentence শুরুতে আছে কিন্তু past form এ, এক্ষেত্রে অপশনে “”would এর সাথে verb এর present form খুঁজবেন।

নিচের প্রশ্নটি বিসিএস সহ কয়েকটা সরকারি চাকরি নিয়োগের পরীক্ষায় এসেছে। প্রশ্নটি খেয়াল করুন-

If I were you, I (handle) the situation more carefully.

a) would handle b) will handle c) handled d) would have handled.

এবার দেখুন if দিয়ে বাক্যটি শুরু কিন্তু were আছে, তার মানে past form. যেহেতু past form সুতরাং আপনি অপশনে “”would এর সাথে verb এর present form খুঁজবেন। প্রদত্ত অপশনে ২জায়গায় would আছে- a) would handle এবং d) would have handled. আমি বলেছি would এর সাথে verb এর present form খুঁজতে। আর এক্ষেত্রে অপশন a সঠিক।

একই নিয়মে বাণিজ্য মন্ত্রনালয়ের একটি প্রশ্ন দেখুন –

If I lived near my office, I ____in time for work.

a) would be b) shall be. c)will be. d) were.

এবার উপরের নিয়ম অনুযায়ী if দিয়ে বাক্য শুরু, এবং lived দ্বারা past form বুঝালো। সুতরাং অপশনে would খুঁজতে গিয়ে a অপশনে উত্তর পেয়ে গেলাম।

কৌশল ৮(গ)ঃ এবার দেখুন if sentence এর শুরুতে কিন্তু past form এ নাই, আছে past perfect tense এ থাকলে কী করবেন। শুধু অপশনে would have খুঁজবেন।

নিচের প্রশ্নটি বিসিএস ও কয়েকটি সরকারি চাকরি নিয়োগের পরীক্ষায় এসেছিল। খেয়াল করুন-

If I had known you were coming, I ___to the station.

a) would go. b) had gone. c) would have gone. d) would gone.

বাক্যটি if দিয়ে শুরু এবং “”had known “” দ্বারা বুঝাচ্ছে past perfect tense. সুতরাং অপশনে would have খুঁজুন। অপশন c তে উত্তরটি আছে। অতএব এটিই উত্তর।

আজকের আলোচনার এবার একটি সহজ সারাংশ তৈরি করি। যদি আপনার প্রশ্নে if দিয়ে কোন বাক্য আসে এবং তার কমার আগের অংশটি present form এ আছে, তাহলে আপনি অপশনে “”shall /will “” খুঁজবেন। যদি শুধু past form এ থাকে তখন শুধু “”would “” খুঁজবেন, এবং past perfect tense থাকলে অপশনে “”would have “” খুঁজবেন।